নোয়াখালীতে মাইকিং করে সবাইকে বাসায় থাকার অনুরোধ সেনাবাহিনীর

নবীন,নোয়াখালী প্রতিনিধি::নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু ও নতুন করে ৭৩ জনেরকরোনা সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যু-৩৫ জন ও আক্রান্ত -১২৪৭ জন । গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩১ জন, জেলায় মোট সুস্থ – ২৮৮ জন। শুক্রুবার ১২ই জুন সকাল ১১ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান। তিনি বলেন, গত ৯ ও ১০ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ১১ই জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৫৪
জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৮৭০ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। নোয়াখালী করোনা আক্রাস্তে মৃত্যু হয়েছে উপজেলা ভিত্তিকতথ্য:বেগমগঞ্জে সর্বোচ্চ-২০জন,সদরে-৪জন,চাটখিলে-১জন,সোনাইমুড়ীতে-২জন,কবিরহাটে-১জন,সেনবাগে-৬জন ও সুবর্ণচরে-১জনসহ মোট মৃত্যু জেলায়- ৩৫। করোনার রেড জোন হিসাবে চিহ্নিত নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় ৫ম দিনের মত লকডাউন চলছে। দুই উপজেলায় মুদি দোকান ও ফামের্সি খোলা রাখা গেলেও অন্য সব ধরনের ব্যবসা প্রতিষ্টান বন্ধ ছিলো। রাস্তায়-রাস্তায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে মাইকিং করছে
সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা