ডেস্ক নিউজ:: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে ৪৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৩৯ জনে। এছাড়া এসময়ে নতুন তালিকায় ২ হাজার ৮৫৬ জন মানুষ শনাক্তের হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৮৪ হাজার ৩৭৯জন। আর নতুন সুস্থ হয়েছেন ৫৭৮ জন।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনাভাইরাস সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনা বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানিয়েছিল আইইডিসিআর।এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে।
চীন উহান শহর থেকে শুরু হয়ে ইউরোপে তাণ্ডব চালানোর পর প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণের কেন্দ্র দক্ষিণ এশিয়া ও আমেরিকা। আক্রান্ত ও মৃত্যুতে দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
Leave a Reply