জগন্নাথপুর প্রতিনিধি:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারখাল গ্রামের বাসিন্দা আলহাজ্ব আব্দুল হাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার ( ১৯ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে হোম আইসোলেশনে রেখেছেন।
স্বাস্হ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়,সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের নমুনা সংগ্রহের পর পিসিআর ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে ল্যাব থেকে তাঁর রিপোর্ট আসে করোনা পজেটিভ।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, আক্রান্ত রোগী কে উপজেলা শ্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম প্রাথমিক চিকিৎসা শেষে স্বাস্হ্যবার্তা প্রদান করে আশপাশ এলাকার লোকজনকে স্বাস্হ্যবিধি মেনে চলছে পরার্মশের নির্দেশনা দিয়েছেন।
চেয়ারম্যান আব্দুল হাশিম জানান, আমি শারিরীক ভাবে সুস্থ আছি। তিনি ছুটি নিয়ে যুক্তরাজ্য যাওয়ার জন্য স্বপ্রনোদিত হয়ে নমুনা পরীক্ষা করেছিলেন বলে জানান।
Leave a Reply