জামাল আহমেদ,ভৈরব প্রতিনিধি॥ কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লিীলতাহানীর মামলার আসামী প্রধান শিক্ষক সেলিম মিয়াকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব বন্ধন করেছে স্থানীয় গ্রামবাসি । ফ্রেন্ডসক্লাবের আয়োজনে আজ শুক্রবার সকালে সালুয়া ফাজিল মাদ্রাসার সামনে বেলাব-কুলিয়ারচর সড়কে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে । মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ সারোয়ার হোসেন,,নাঈম হোসেন ও মামলার বাদী মোঃ আপেল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ সময় বক্তারা বলেন, গত ৯ জুন দড়িঁগাও সঃকাঃপ্রাঃ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী মুন্নি ( ছদ্মনাম) একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মাষ্টারের কাছে প্রাইভেট পড়তে গেলে লম্পট শিক্ষক তার শরীরের বিভিন্ন অংশে হাত দিয়ে শ্লিলতাহানী করে । এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত পুলিশ রহস্যজনক কারনে মামলার আসামিদের গ্রেফতার করছেনা । এদিকে আসামিরা মামলা তুলে নিতে বাদীকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে । তাছাড়া এ লম্পট শিক্ষকের বিরুদ্ধে একাধিক ধষণের ঘটনা ঘটেছে । বার বার একের পর এক ঘটনা ঘটিয়ে রহস্যজনক কারনে পার পেয়ে যাচ্ছে । তাই তাকে দ্রƒত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবী জানান এলাকাবাসিরা ।
Leave a Reply