-
- জাতীয়
- ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি থেকে যুবকের লাশ উদ্ধার
- আপডেট টাইম : July, 3, 2020, 5:01 pm
- 327 বার
বুলবুল আহমেদ::ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি জে আই স্যুট গার্মেস নামক স্থানে সঞ্জু বিশ্বাস নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ঢাকা- সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় স্থানীয় জনতা একটি লাশ দেখতে পান। এ সময় স্থানীয়রা শেরপুর থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। খবর পেয়ে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন শেরপুর থানায় ছুটে যান।
নিহতের স্বজনরা জানান, মৃত ব্যাক্তি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কাশিলা গ্রামের অমর বিশ্বাসের পুত্র সঞ্জু বিশ্বাস (৩২)। সে একজন মানসিক রোগি ছিল । পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করছে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল হক জানান, সঞ্জু বিশ্বাসের বিভিন্ন রোগ ছিল। হয়তো সে রোগের কারনে মারা গেছে।
ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply