আবু ছালেহ:: নবীগঞ্জে গরু চোরের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আগামী কোরবানীর ঈদকে সামনে রেখে চোরের উপদ্রুব থেকে কৃষকের গরু রক্ষাসহ এলাকার আইনশৃংখলা রক্ষায় ইতিমধ্যেই কয়েকজন পেশাদার গরু চোরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ।
তারই ধারাবাহিকতায় শুক্রবার রাত সাড়ে ৮টায় ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁনের নেতৃত্বে এস আই শাহজাহান,এএসআই আব্দুস সামাদ আজাদসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফজল মিয়া(৫০) নামে এক গরু চোরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ফজল মিয়া উপজেলার দীঘলবাক ইউনিয়নের পূর্ব কসবা গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন জানান,আগামী কোরবানীর ঈদকে সামনে রেখে যাতে কৃষকদের কোন গরু চুরি না হয়,সেজন্যই এসব গরু চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ব্যাপারে গরু চোরদের কোন ধরনের ছাড় দেয়া হবেনা। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply