শাহ এস এম ফরিদ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আর্থ সামাজিক প্রবাসী সংগঠন পাইলগাঁও ইউনিয়ন প্রবাসী এসোসিয়েশন এর উদ্যোগে উপজেলার ৬২ টি মসজিদের ১২৪ জন ইমাম ও মুয়াজ্জিনদের হাতে উপহার হিসেবে প্রায় ২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে । পাইলগাঁও ইউনিয়ন প্রবাসী এসোসিয়েশন এর সদস্য বৃন্দ মানবিক দিক বিবেচনা করে এসব আর্থিক উপহার ইমাম মুয়াজ্জিনদের হাতে পৌঁছে দেন। এসব উপহার প্রদানে সহায়তা করেন ফ্রান্স প্রবাসী জাবেদ হোসাইন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী দুলাল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান ছানু, ফ্রান্স প্রবাসী ময়ূর হোসাইন, ফ্রান্স প্রবাসী নবিউল আলম, যুক্তরাজ্য প্রবাসী তফুর আহমদ, ইতালি প্রবাসী সুবেদ খান, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বদরুল ইসলাম, স্পেন প্রবাসী ফিরোজ আলী, সৌদি আরব প্রবাসী হাসান আহমেদ, গ্রীস প্রবাসী মনসুর আহমেদ ও এসোসিয়েশনের দেশি কো-অর্ডিনেটর জাবেদুর রশিদ। পাইলগাঁও ইউনিয়নের উন্নয়ন ও অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রবাসী এই সংগঠনের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন। পাইলগাঁও ইউনিয়ন প্রবাসী এসোসিয়েশন এর সার্বিক অগ্রগতি সফলতায় দেশে অবস্থানরত সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিবর্গ সংগঠনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং সেবামূলক কার্যক্রমে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply