-
- জাতীয়
- জুড়ীতে আগুন,৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
- আপডেট টাইম : July, 7, 2020, 4:15 pm
- 317 বার
হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি::মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গীরাই গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২ টি দোকান ও পার্শ্ববর্তী ক্লাবঘরে রাখা ২ টি মটরসাইকেল।
সোমবার (৬ জুলাই ) রাত তিনটার দিকে এ ঘটনা হয়। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে ওই এলাকার রুহুল আমিনের মালিকানাধীন মার্কেটে আগুন লাগলে স্থানীয়রা পুলিশ ও দমকলে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও কুলাউড়া থেকে দমকল বাহিনী আসার আগেই ২ টি দোকান, ক্লাবঘরে রাখা ১ টি পালসার ও ১ টি লিফান মটরসাইকেল পুড়ে যায়।
মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক ও জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
ওসি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply