এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের কালারডুবা এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি বানিয়াচং উপজেলা সদরের জাতুকর্ণপাড়া মহল্লার মৃত রোশন আলীর ছেলে আব্দুল কদ্দুস (৫৫)। আহতরা হলেন উপজেলার ভাটিপাড়া গ্রামের রুখেশ দাসের ছেলে সুমন দাস ও রত্না এলাকার শানন্দ চৌধুরীর ছেলে সীমান্ত চৌধুরী। আহতরা জানায়, বানিয়াচং থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা রাতে কালারডুবা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে বানিয়াচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনকে সাথে নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের চিকিৎসার জন্য দ্রুত সদর হাসপাতালে প্রেরন করেছেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সর্তকতার সাথে রাস্তায় গাড়ী চালানোর অনুরোধ জানান।
Leave a Reply