নবীগঞ্জ সংবাদদাতা:নবীগঞ্জ শহরের মধ্যবাজার এলাকায় অবৈধ ভাবে কারেন্ট জাল বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন এর নেতৃত্বে গোপন সংবাদ পেয়ে নবীগঞ্জ মাছ বাজার এলাকায় আলী ষ্টোর থেকে প্রায় ২৫ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়। অবৈধ কারেন্ট বিক্রির দায়ে করগাও ইউনিয়নের কামালপুর গ্রামের গুঞ্জর আলীর পুত্র আব্দুল আলীকে ১০ হাজার টাকা জনিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। আটক কৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ও উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আছাদ উল্লাহ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। কারো বাড়ীতে কিংবা দোকাট পাটে অবৈধ কারেন্ট জাল রাখলে বা বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply