আশাহীদ আলী আশা ::হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুর মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কয়েস মিয়ার ছেলে দিলাল মিয়া।
রোববার (২ আগস্ট ) সকাল ১০ ঘঠিকায় উপজেলার আউশকান্দি ইউ/পির জিয়াদিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুর মিয়া মৃত হানিফ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে নিজ বাড়ির ঘরের চালায় টিভির এন্টেনার লাগাতে গিয়ে বসত ঘরের চালার উপর দিয়ে বিদ্যুৎ এর লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয় দুই জন আহত হয়। আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে জাওয়ার সময় রাস্তায় মারা যায় সাইফুর মিয়া।
জিয়াদিপুর গ্রামের মেম্বার ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আর ও বলেন যা আউশকান্দি ইউ/পির জিয়াদিপুর গ্রামের হানিফ মিয়ার বাড়ির চালার উপর থেকে আরেকটু উপরে না তুলা হলে বিদ্যুৎ এর লাইন পরবর্তীতে আর মারাত্মক দূর্ঘটনার আশঙ্কা রয়েছে।
Leave a Reply