নবীন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেদে পল্লীর ৩০টি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে দিতে কোরবানির মাংস বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। এসময় তিনি বেদে পল্লীর লোকজনের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
রবিবার সকালে বেগমগঞ্জের হলবানের পোল বেদে পল্লীতে নিজে গিয়ে কোরবানির মাংস বিতরণ করেন জেলা পুলিশ সুপার।
পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, বেদে’সহ সমাজে পিছিয়ে পড়া ও অসহায় লোকজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে আমাদের এই কার্যক্রম। অসহায় মানুষের পাশে বাংলাদেশ পুলিশ সবসময় আছে এবং থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী সহ পুলিশ সদস্যরা।
Leave a Reply