ছাতক প্রতিনিধি:ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলাসহ নিয়মিত মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশের একাধিক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দিঘলী-ভেরাজপুর গ্রামের মো. ময়না মিয়ার পুত্র মো. তাজ উদ্দিন (৩৫) এবং ছইফ উদ্দিনের পুত্র মো. জাকির হোসেন (২৫)। তারা ছাতক থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার (মামলা নং-২২(৫)২৫) পলাতক আসামী।

এছাড়া, পৃথক অভিযানে ছাতক থানার নিয়মিত মামলা নং-১৬(০৪)২৫-এর পলাতক আসামী বিনোদপুর গ্রামের মৃত আরিছ আলীর পুত্র মো. খালেদ মিয়া (৩৬)কে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনা করেন ছাতক থানার এসআই আখতারুজ্জামান। এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ছাতকে হত্যা মামলাসহ তিন আসামী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ::ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে সিআর মামলায় সাজাপ্রাপ্ত ১ জন, জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও ১ জনসহ মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এসআই আখতার, এএসআই সাহাব উদ্দিন ও এএসআই বিশ্বজিৎ-এর নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে চরমহল্লা ইউনিয়নের মাটিয়ারচর গ্রামের আব্দুল মনাফের পুত্র ও সিআর মামলার সাজাপ্রাপ্ত (মামলা নং ১৩৯/১৯) আসামি আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়।

এছাড়া জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি (মামলা নং ২৪০/২৩) আলমগীর হোসেন এবং ছাতক থানায় দায়ের করা জিডি নং ৭৪৭ এর ভিত্তিতে ছৈলা আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের নিরঞ্জন রবি দাসের পুত্র হৃদয় রবি দাসকেও আটক করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

ছাতকে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার, ৩ আসামি

সিলেট প্রতিনিধি::

সিলেটের সারী-গোয়াইনঘাট সড়কে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোয়াইনঘাট উপজেলার বারহাল কবরস্থান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সিজান (১৬)। তিনি পূর্ব আলীরগাঁও ইউনিয়নের গুয়াখাই গ্রামের হাবিবুর রহমান হবি’র পুত্র। আহতরা হলেন একই গ্রামের আবদুল আহাদের পুত্র আবিদ হাসান (১৮) ও ফারুক আহমেদের পুত্র মাহিন (১৫) সহ আরও কয়েকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিজান ও তার দুই বন্ধু মোটরসাইকেলে করে গোয়াইনঘাটের দিকে যাওয়ার পথে বারহাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় যানবাহন দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিজান মারা যান।

নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা সাবের হোসেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার তোফায়েল ঘটনাটি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

ফেসবুকে আমরা