গাইবান্ধা প্রতিনিধি : সৌদি আরবে নারী গৃহ শ্রমিকদের উপর শারীরিক, মানুষিক ও যৌন নির্যাতনসহ হত্যা বন্ধে গাইবান্ধায় মানববন্ধন করেছে নারী মুক্তি কেন্দ্র।
আজ শনিবার দুপুরে নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শহরের ১নং রেলগেট এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্টিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, নারী মুক্তি কেন্দ্র জেলা শাখার সভাপতি রোকেয়া খাতুন, সাধারন সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পি, নারী নেত্রী আফরুজা লুপুসহ অন্যন্যরা। বক্তারা, সৌদি আরব, মধ্য প্রাচ্যসহ সকল প্রবাসী নারী শ্রমিকদের উপর চলমান নির্যাতনের প্রতিবাদ জানান এবং নিরাপত্তা দেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে শহরের গুরুত্বপূর্ন সড়কে বিক্ষোভ মিছিল করে তারা।