গাইবান্ধা প্রতিনিধি : সৌদি আরবে নারী গৃহ শ্রমিকদের উপর শারীরিক, মানুষিক ও যৌন নির্যাতনসহ হত্যা বন্ধে গাইবান্ধায় মানববন্ধন করেছে নারী মুক্তি কেন্দ্র।
আজ শনিবার দুপুরে নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শহরের ১নং রেলগেট এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্টিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, নারী মুক্তি কেন্দ্র জেলা শাখার সভাপতি রোকেয়া খাতুন, সাধারন সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পি, নারী নেত্রী আফরুজা লুপুসহ অন্যন্যরা। বক্তারা, সৌদি আরব, মধ্য প্রাচ্যসহ সকল প্রবাসী নারী শ্রমিকদের উপর চলমান নির্যাতনের প্রতিবাদ জানান এবং নিরাপত্তা দেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে শহরের গুরুত্বপূর্ন সড়কে বিক্ষোভ মিছিল করে তারা।

সৌদি আরবে নারী গৃহ শ্রমিকদের উপর নির্যাতনসহ হত্যা বন্ধে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় খোকা মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ১১ নভেম্বর রাত দশটার দিকে সোনালী ব্যাংক সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকা মিয়া বুজরুক পাঠানোছা গ্রামের মৃত দিয়ানতউল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে বাজার করে বাড়ি ফেরার সময় ধাপেরহাট সড়কে সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয় এতে গুরুতর আহত অবস্থায প্রথমে খোকা মিয়াকে সাদুল্যাপুর উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয় পরে অবস্থা খারাপ হলে রংপুরে যাওয়ার পথে সে মারা যায়।

সাদুল্যাপুরে মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ফেসবুকে আমরা