নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে প্রতিহিংসামূলক জনৈক শিপন কর এর বিরুদ্ধে ধর্ষণের মামলা করার অভিযোগ পাওয়া গেছে। মামলায় আসামী করা হয়েছে ওই যুবকসহ বাবা ও ফুফুকে। এদিকে এ মামলাটি মিথ্যা ও সাজানো দাবি করে শিপন কর প্রমাণে ডিএনএ টেষ্ট করানো জন্য প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন।
জানাযায়,উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের হরেকৃষ্ণ কর এর পুত্র শিপন করের বিরুদ্ধে গত ১৯ সেপ্টেম্বর হবিগঞ্জ আদালতে মেয়েকে ধর্ষনের অভিযোগ এনে মামলা করেন একি গ্রামের বাবুল কর।
আসামি শিপন বলেন, আমি কোনভাবেই এ ঘটনার সাথে জড়িত নই। তার অভিযোগ, টাকা আদায়ের জন্যই ভুক্তভোগীর পরিবার একটি প্রভাবশালীর ইন্ধনে মিথ্যা মামলায় আমাকেও আমার পরিবারকে ফাঁসানোর চেষ্টা করছে। তিনি বলেন ডিএনএ টেষ্ট করানো হলে আমি নির্দোষ প্রমানিত হবো।
শিপন করের পিতা হরেকৃষ্ণ কর বলেন,মিথ্যা মামলায় আমার ছেলে আমাকে ও আমার বোনকে আসামী করা হয়েছে। আমরা মামলার তদন্তকারী কর্মকর্তাকে অনুরোধ করেছি,সুষ্ঠু তদন্তের স্বার্থে আমার ছেলের ডিএনএ টেষ্ট করাতে তিনি রাজি হচ্ছেননা। এ ব্যাপারে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।