ছনি চৌধুরী:: নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর-ইনাতগঞ্জ সড়কের জিয়াপুর নামকস্থানে গতকাল সোমবার বিকেলে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৩জন আহত হয়েছেন। জানা যায়, উল্লেখিত স্থানে যাত্রীবাহী একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা মাইক্রোবাসের সামনে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে খোবাজ মিয়া(৬৫) নামে এক বৃদ্ধ সিএনজির যাত্রীর মৃত্যু হয়। এঘটনায় আহত হয়েছেন চালকসহ ৩জন। গুরুতর অবস্থায় দুই যাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত খোবাজ মিয়া(৬৫) উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উল্লেখিত সময় উপজেলার সৈয়দপুর থেকে ইনাতগঞ্জ যাওয়ার পথিমধ্যে জিয়াপুর নামকস্থানে পৌছামাত্রই যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে দাড়িঁয়ে থাকা একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয় । এসময় ঘটনাস্থলেই খোবাজ মিয়া(৬৫) নিহত হন। সেসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় আউশকান্দি অরবিট প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে শাহিন মিয়া(৪০) ও মোতলিব উল্লা(৬০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ নিহত ॥ আহত ৩

নবীগঞ্জ প্রতিনিধি:নবীগঞ্জ পৌর এলাকার শেরপুর রোডের এক্সিম ব্যাংকের সামনে থেকে গতকাল সোমবার দুপুরে এক বৃদ্ধ মহিলা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ী যাওয়ার সময় টাকা ছিনিয়ে নেয়া কালে ৪ ছিনতাইকারী কে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে।

জানাযায়, নবীগঞ্জ উপজেলার গুজাখাইর গ্রামের জনৈক এক বৃদ্ধ মহিলা এক্সিম ব্যাংক থেকে ২১৭০০ টাকা উত্তোলন করে নিচে নেমে আসলে ছিনতাইকারীরা তার হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতারা তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতরা হল, মৌলভী বাজার জেলার কমলগঞ্জ উপজেলার উত্তর বালিগাও গ্রামের মৃত মতি মিয়ার পুত্র সালা উদ্দিন (৩৫), দক্ষিন রাসঠিলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে রফিক মিয়া (২৫) একই জেলার শ্রীমঙ্গল উপজেলার পৌরবাশা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে জালাল মিয়া (৫৫), রামনগর গ্রামের মৃত সুধির কাপালীর ছেলে বিকাশ কাপালী (২৯)। তাদের বিরুদ্বে সংশিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নবীগঞ্জে মহিলার কাছ থেকে টাকা ছিনতাইকালে ৪ ছিনতাইকারী আটক ॥

ফেসবুকে আমরা