মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারে তুচ্ছ ঘটনার জেরে মগনু মিয়া (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মগনু মিয়া সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর এলাকার টনু মিয়ার ছেলে। তিনি পেশায় কেয়ারটেকার ছিলেন বলে জানা গেছে।এ ঘটনায় জড়িত দুই জনকে আটক করেছে পুলিশ

শহরতলীর জগন্নাথপুর এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  মাজ সিএনজি ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মগনু মিয়া ও একই এলাকার আবু তাহেরে ছেলে সুমন মিয়া ও সিফুল মিয়ার সঙ্গে সিগারেট দেওয়া-নেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন ও সিফুল মগনুকে মারধর করে। এতে মগনু মিয়া অজ্ঞান হয়ে পড়ে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সুমন মিয়া ও সিফুল মিয়াকে আটক করা হয়েছে। মগনু মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৌলভীবাজারে যুবককে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের ব্যবসায়ী রাশেদ মিয়ার খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মাধবপুর বাজার সমিতির নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাধবপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. সেলিম, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, আলমগীর হোসেন টিপু, আলী মো. এরশাদ, জামাল উদ্দিন, হাফেজ শাহ আলম, আশরাফুল আলম টিটু, মাসুদ খান প্রমুখ।

মাধবপুর বাজারের ব্যবসায়ী রাশেদ মিয়া (৩৫) দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত শুক্রবার রাতে মারা যায়। এ ব্যাপারে রাশেদ মিয়ার স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।

নিহত রাশেদ মিয়া পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের চান মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, রাশেদ মিয়া মাধবপুর বাজারে মনোহারী ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ব্যবসার কাজ শেষে মাধবপুর শহরের শ্যামলীপাড়া বাসায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার মধ্যরাতে তিনি মারা যান।

ব্যবসায়ি হত্যার প্রতিবাদে উত্তাল মাধবপুর

ফেসবুকে আমরা