কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটের বীর মুক্তিযোদ্ধা আনিছুল হক আর নেই। ইন্নানিল্লাহি………..রাজিউন। গতকাল শনিবার ভোর ৫টায় নিজ বাড়ী কানাইঘাট সদর ইউপির উমাগড় গ্রামে অসুস্থ অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ যোহর স্থানীয় উমরগঞ্জ মাদ্রাসা মাঠে বীরমুক্তিযোদ্ধা আনিছুল হকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় এলাকার সর্বস্তরের লোকজন শরীক হন। পরে তার লাশ পুর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়।

কানাইঘাটের বীর মুক্তিযোদ্ধা আনিছুল আর নেই ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আবু ছালেহ::নবীগঞ্জে ব্যাটারী চালিত টমটম গাড়ী উল্টে শিশু,মহিলা,চালকসহ ৬জন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল সোমবার বিকেলে ইনাতগঞ্জগামী যাত্রীবাহী একটি ব্যাটারী চালিক টমটম গাড়ী উপজেলার দীঘলবাক ইউনিয়নের চরগাঁও গ্রামের নিকটে ব্রীজের উপর থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ব্রীজের নীচে পড়ে যায়। এ সময় চালকসহ গাড়ীতে থাকা সকল যাত্রী আহত হন।

আহতরা হলেন,চরগাঁও গ্রামের হাবিবুর রহমান (৩০),ইকবাল হোসেন(২৫),রুহুল আমিন(৫),সামাজুল ইসলাম (২০),ইনাতগঞ্জের মোস্তফাপুর গ্রামের হাজেরা বিবি(৭০) ও টমটম চালক আব্দুর রহিম(৩৫)।
আহতদের ইনাতগঞ্জে চিকিৎসা দেয়া হয়েছে।

আহত হাবিবুর রহমান জানান,চরগাঁও গ্রামের নিকটে ব্রীজ থেকে নামার সময় দুর্ঘটনাটি ঘটে। তার হাত ও মাথায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে। গাড়ীতে থাকা সবাই আহত হয়েছেন।

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৬

হবিগঞ্জ প্রতিনিধি::ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহ্পুর অংশে যাত্রীবাহি দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে রহমত আলী (৩০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

শনিবার (৭ জুন) সকালে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রহমত আলী রাজশাহী জেলার কর্ণহার উপজেলার কর্ণহার গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান- সকালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহণের একটি যাত্রীবাহি বাস মাধবপুর উপজেলার শাহ্পুর এলাকার পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এমআর পরিবহণের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রহমত আলী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ৭ জন।

তিনি বলেন- ‘দূর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করে।’

এ ঘটনায় মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো বলেও জানান তিনি।

ইউনিক ও এমআর পরিবহণের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফেসবুকে আমরা