হবিগঞ্জ প্রতিনিধি ॥ প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ শহর ঘেঁষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে হুমকিতে রয়েছে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ। আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। মঙ্গলবার হবিগঞ্জে বৃষ্টিপাতের পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যে বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বাড়তে থাকে। রাত ১২টার পর থেকে আজ বুধবার দুপুর ১টা পর্যন্ত নদীর পানি বিপদসীমার ২শ’ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যে বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মঙ্গলবার বিকাল থেকে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। রাত ১২টার পর থেকে দুপুর পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ২শ’ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জরুরি দুর্যোগ মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড অতিরিক্ত বালির বস্তা মজুদ রেখেছে। যাতে করে বাঁধের কোনও স্থানে লিকেজ দেখা দিলে তাৎক্ষণিকভাবে মেরামতের ব্যবস্থা করা যায়। তবে ত্রিপুরায় বৃষ্টি কমে গেলে খোয়াই নদীর পানিও কমে যাবে।

হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত

হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের বানিয়াচঙ্গে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার গুনই এলাকায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে গুনই গ্রামের জয়ফুল মিয়া মেম্বারের সাথে সালামত মিয়ার লোকদের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে রোববার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্ট্যাব্যাপী সংঘর্ষে মহিলাসহ অন্তত ৫০ জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় ২৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে জড়িত থাকায় ২৫ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।

বানিয়াচঙ্গে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, আটক ২৫

ফেসবুকে আমরা