সিলেট প্রতিনিধি::সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের (রেজি নং বি-১৪১৮) এর অন্তর্ভূক্ত সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির পরিবহণ শ্রমিক জামরুল ইসলাম লিটনের উপর ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের (রেজি নং বি-১৪১৮) এর উদ্যোগে বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সুবিদ বাজার মাইক্রোবাস শ্রমিক উপকমিটির সভাপতি আব্দুল লতিফ তফাদারের সভাপতিত্বে ও সাবেক সম্পাদক আজাদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, ‘একজন পরিবহণ শ্রমিককে যদি এভাবে ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে কারাবরণ করতে হয় তাহলে অন্যান্য মানুষগুলো কোথায় যাবে।’
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদার রাজু, কেন্দ্রীয় কমিটির সম্পাদক সাইদুর রহমান জুমু, সিলেট মহানগর জনস্বার্থ সংরক্ষণের সভাপতি আলাউদ্দিন সাওদাগর, মহিলা নেত্রী পারভিন খান। এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ কমিটির সম্পাদক মো. নুরুজ্জামান, সহ সভাপতি দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সেলিম আহমদ, সাবেক সভাপতি জাইদুল মৃধা, সহ সভাপতি কদরছি আলী, আব্দুল করিম, মকতদির মিয়া, আব্দুল কাইয়ূম বুলবুল, ফারুক মিয়া, বিল্লু মিয়া, জাকির হোসেন