নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী সদর উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে মণ প্রতি ১০৪০ টাকা দরে ২১৩ মেট্রিক টন ধান কেনা শুরু হয়েছে।

বুধবার বিকালে উপজেলার সোনাপুর খাদ্য গুদামে উপজেলার দেবীপুরের কৃষক আবদুস জাহেরসহ একাধিক কৃষকের কাছ থেকে ধান কিনেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম সরদার। এসময় সোনাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদ উল্যা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম সরদার জানান, কৃষকরা কঠোর পরিশ্রম করে ধান উৎপাদন করেন। এ ধান সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করা শুরু হয়েছে। আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে মণ প্রতি ১০৪০ টাকা দরে ধান ক্রয় করছি। যদি কোনো কৃষক ধান বিক্রির ক্ষেত্রে সমস্যায় পড়েন সেক্ষেত্রে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। কৃষকের ধান বিক্রির সঙ্গে কোনো দালাল চক্র থাকতে পারবে না। এ জন্য জন প্রতিনিধি ও খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

নোয়াখালীতে মণ প্রতি ১০৪০ টাকা দরে ধান কেনা শুরু

কানাইঘাট প্রতিনিধি:: “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে কানাইঘাটে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সারা দেশের ন্যায় সকাল ১০টায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি কানাইঘাটের উদ্যোগে এবং এফআইভিডিবি সূচনা প্রকল্প ও পিএইচডির সহায়তায় র‌্যালী পরবর্তী আলোচনা সভা স্বাস্থ্যকমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরফুদ্দিন নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, ডাঃ ইশতিয়াক আহমেদ, ডাঃ তোফায়েল আহমদ, স্বাস্থ্য পরিদর্শক মোঃ ইয়াজুল আমিন, এফআইভিডিবি সূচনা প্রকল্পের নিওট্রেশন অফিসার এ কে শামীম আহমদ, গভর্ণেন্স অফিসার মোঃ আবু সাঈদ, সহঃ স্বাস্থ্য পরিদর্শক মঈনুল ইসলাম, সিএইচসিপি শামীমা বেগম প্রমুখ। বক্তাগণ বলেন, এখনও সারা দেশে ০-৬মাস বয়সী শিশুদের মধ্যে মাত্র ৫৫.৩% বুকের দুধ পান করে, ৬-১২মাস বয়সী শিশুদের মধ্যে মাত্র ২৫% শিশু মায়ের দুধের পাশপাশি বাড়তি খাবার খায়, ৫% এর কম নিয়ম মাফিক হাত ধৌত করে। কমিউনিটি ক্লিনিক, ইউএইচএন্ডএফডাব্লুসি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ে কাউন্সেলিং এর সময় পুষ্টিকর খাবার তৈরী ও গ্রহণের পরামর্শ প্রদানের কথা উল্লেখ করা হয়। উল্লেখ্য সারা দেশে ২৩-২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে কানাইঘাটে মাতৃপুষ্টি ও ব্রেস্ট ফিডিং কাউন্সেলিং, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন ও স্কুল পর্যায়ে ১ঘন্টার পুষ্টি শিক্ষা ও গুরুতের উপর আলোচনা করা হবে। উল্লেখ্য এফআইভিডিবি সুচনা প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউকেএইডের আর্থিক এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের কারিগরী সহায়তায় পরিচালিত পুষ্টি বিষয়ক একটি প্রকল্প।

কানাইঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন

ফেসবুকে আমরা