নবীগঞ্জ প্রতিনিধি:: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ ৫২ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ আনসার উদ্দিন (৪০) কে গ্রেফতার করেছে। সে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মহিম উদ্দিনের পুত্র।
পুলিশ জানায় গ্রেফতারকৃত আনসার উদ্দিন একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী এবং সেবনকারী। একাধিকবার সে ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে হাজতবাস করেছে। এরপর থেকেই সে পুলিশের নজরধারীতে ছিল।
সোমবার (১৪ মে) রাত সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন,এসআই এমরান ও এ এসআই বিশ^জিৎ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ইনাতগঞ্জ পূর্ব বাজার মসজিদ এর নিকট থেকে তাকে গ্রেফতার করেন।
ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন সত্যতা নিশ্চিত করে জানান,মাদক বিক্রয় এবং ব্যবহারকারীদের কোন ধরণের ছাড় দেয়া হবেনা। এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এলাকাকে মাদকমুক্ত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply