-
- বিনোদন
- এনটিভিতে গানের অডিশনে ইয়েস কার্ড পেল ইনাতগঞ্জের রকি
- আপডেট টাইম : February, 9, 2021, 7:56 pm
- 425 বার
নবীগঞ্জ সংবাদদাতা ::জিপিএইচ গ্রুপের উদ্যোগে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে গানের অডিশনে ইয়েস কার্ড পেয়েছে রকি এসডি রাজন। এখন থেকে সব রাউন্ড সরাসরি এনটিভিতে প্রচারিত হবে। পরবর্তী রাউন্ডের জন্য সে
প্রস্তুতি নিচ্ছেন।
রকি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামের বাসিন্দা।
বাংলাদেশের প্রথম মাল্টি-ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত “অনন্য প্রতিভা’ শিরোনামে সিলেট বিভাগীয় রিলিয়েটি শো’তে অংশ গ্রহণ করে রকি এসডি রাজন।
গতকাল সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে গানের অডিশন অনুষ্টিত হয়।
প্রতিযোগিতায় রকির গাওয়া গানটি বিচারকদের মন জয় করে। প্রতিযোগিতা সে ৯ম স্থানে জায়গা করে নিয়েছে।
রকি এসডি রাজন এক প্রতিক্রিয়ায় জানান,এই দিনটির জন্য আমি অপেক্ষায় ছিলাম। আমি অনেক খুশি। আমি অনেক দুর যেতে চাই। পরবর্তী প্রতিটি প্রতিযোগিয় যেন সে অংশ গ্রহণ করে সফলতা অর্জন করতে পারে সে জন্য নিজ এলাকা ও দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছে।
রকি এসডি রাজন ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply