-
- জাতীয়
- কোম্পানীগঞ্জ যুবলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- আপডেট টাইম : November, 8, 2024, 11:52 pm
- 12 বার
বুলবুল আহমেদ:– গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) আনুমানিক ৯টা ৪৫ মিনিটের সময় সিলেটের জালালাবাদ থানার মদিনা মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে সিলেটের কোম্পানিগুলো উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে। সে উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল মালেক আমিনের পুত্র।
গত ২৬ আগষ্ট সিলেটের কোতয়ালী থানায় এফআইআর নং-২৭/৩৮২, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০) এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে করে। তাকে এসএমপি সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply