-
- জাতীয়
- গ্রীসে নবীগঞ্জের শহীদ চৌধুরীসহ ২ রেমিট্যান্স যোদ্ধা না ফেরার দেশে
- আপডেট টাইম : May, 13, 2024, 3:03 pm
- 43 বার
ডেস্ক নিউজ :;গ্রিসে ঝরে গেলেন দুই রেমিট্যান্স যোদ্ধা। সিলেট বিয়ানীবাজারের জাবেদ আহমদ ও হবিগঞ্জের নবীগঞ্জের শহীদ চৌধুরী আর আমাদের মাঝে নেই।
ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন
সিলেট বিয়ানীবাজারের আঙ্গারজুর পীর মহল্লার আশাবউদ্দিনের পুত্র জাবেদ আহমদ গত ০৮/০৫/২০২৪ ইং তারিখে গ্রিসের মিকনোস আইল্যান্ডে মৃত্যুবরণ করেন।
অপর রেমিট্যান্স যোদ্ধা শহীদ চৌধুরী নবীগঞ্জ পৌর এলাকার চঁরগাও গ্রামের মন্নাফ চৌধুরীর পুত্র। তিনি অদ্য ১২/০৫/২০২৪ ইং তারিখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গ্রিসের পাতরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তাদের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
——–
(আঞ্চলিক সংগঠন কর্তৃক জানাজার নামাজের সময় ও স্থান জানানো হবে।)
সূত্র প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply