বিনোদন রিপোর্ট: সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের জনপ্রিয় আধুনিক কন্ঠশিল্পী, যার সুমধুর কোকিল কন্টের গানে গানে কোটি ভক্তের হৃদয় জয় করে নিয়েছেন৷ সেই জনপ্রিয় সংগীত শিল্পী মনির খান এবার সিলেটের প্রবাসী বিশিষ্ট গীতিকার মানিক চান এর কথায়, ও এইচ আর ফারদিন খানের সুরে এবং এইচ আর লিটনের সংগীত পরিচালনায় হৃদয়ে সাড়া জাগানো একটি গান ” তোর সাথে কইরা পিরিতি” শিরোনামীয় গানটি নিয়ে আসছেন তিনি, আগামী ৭ সেপ্টেম্বর ২০২৩ ইরেজী তারিখে মানিক চান ইউটিউব চ্যানেলে রিলিজ হবে৷ এই গানটির মিউজিক ভিডিও সহ অসাধারণ গানের কথা ও চমৎকার সুরের গানটি শুনতে মনির খান তাঁর ভক্ত শ্রোতাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি মিডিয়াকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেন, আমার বিশ্বাস আমার প্রাণপ্রিয় ভক্ত শ্রোতাগণ এই গানটি পূর্বের ন্যায় শুনবেন এবং দেখবেন, আশাকরি সবার কাছেই ভালো লাগবে, তবেই আমার স্বার্থকতা৷
Leave a Reply