নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৪

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের অভিযানে ৪টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি হলো- উপজেলার নাদামপুর গ্রামের মৃত ওয়াতির উল্লাহ পুত্র ইলিয়াছ উদ্দিন( ২৪) শৈলা গ্রামের আব্দুল হাইয়ের পুত্র হাফিজ উদ্দিন (৫০)ওই গ্রামের আব্দুল জলিলের পুত্র ইদন মিয়া (৪০) ও একি গ্রামের আব্দুল হাইয়ের পুত্র শাহাব উদ্দিন (৪৭)।

সোমবার রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন পিপিএম দিকনির্দেশনায় ওএস,আই আব্দুল কাদের,এস,আই,কাজল দেব,এসআই মো:আনিসুল ইসলাম, এ,এস,আই ছানেয়ার হোসেন, এএসআই,রুহুল আমিনও ফোর্সসহ গোপন সংবাদ ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১টি জিআর ও ৩টি সিআর মোট ৪টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতাররের সততা নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: কামাল হোসেন পিপিএম বলেন, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা