-
- জাতীয়
- নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার
- আপডেট টাইম : February, 9, 2025, 2:04 pm
- 130 বার
নবীগঞ্জ প্রতিনিধ: নবীগঞ্জের ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের অভিযানে শাহ শাহীন আলী ওরফে শাহিন আহম্মেদ (৩৫) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোকামপাড়া গ্রামের শাহ মবশ্বির আলীর পুত্র।
গত শনিবার রাতে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই/অনিক পাল, এএসআই/সোহারাব হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দরবেশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কামাল হোসেন পিপিএম সত্যতা নিশ্চিত করে জানান,ধৃত আসামী নবীগঞ্জ থানায় জিআর মামলায় দীর্ঘ দিন যাবত পলাতক ছিল। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply