নোয়াখালীর সেনবাগে ট্রাক্টর বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু

নবীন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার মাদানী ব্রিকফিল্ডের একটি ট্রাক্টর বিদ্যুতায়িত হয়ে সাইফুল ইসলাম নামের এক চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালীর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত সাইফুল ইসলাম কুমিল্লা জেলার লালমাই থানার জয়নগর গ্রামের সর্দার বাড়ির মৃত আবুল হাসেমের ছেলে। তিনি সেনবাগের ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট বাজারে একটি ভাড়া বাসায় গত তিন বছর ধরে বসবাস করছিলেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের হুন্দা মিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

ওসি বলেন, সাইফুর এশারের নামাজের পর মাটি পরিবহন শেষে আনলোড করছিলেন। এক পর্যায়ে মাটির উচু একটি স্তূপ তৈরি হয়। এ সময় মাটি আনলোড করার জন্য তিনি হাইড্রোলিক ট্রাক্টরটি মাটির স্তূপের ওপর উঠিয়ে দেন। উপরে থাকা ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইনের সঙ্গে পিছনের অংশ লাগলে ট্রাক্টরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং তাৎক্ষণিতভাবে চালকের মৃত্যু হয়। এ ঘটনায় সেনবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা