সাংবাদিক মামুনের মৃত্যুতে নবীগঞ্জে রিপোর্টার্স ইউনিটির স্মরণসভা

আশাহীদ আলী আশা , নবীগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, বাংলাদেশ অবসারভার ও ডিবিসি টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি, ও দৈনিক আমার হবিগঞ্জ পএিকা সিনিয়র সাংবাদিক, নবীগঞ্জের কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুনের অকাল মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটি কর্তৃক আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, সাংবাদিক মামুনের অকাল মৃত্যুতে সংবাদপত্র জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ক্ষতি পোষানোর নয়। তাঁর মতো একজন মেধাবী সাংবাদিকের বড়ই প্রয়োজন ছিল। সাংবাদিক মামুন সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কাজ করে গেছেন। তিনি তাঁর কর্মের মাধ্যমেই বেঁচে থাকবেন। স্মরণ সভায় বক্তারা সুখে-দুঃখে সাংবাদিক মামুনের স্বজনদের পাশে থাকবেন বলে ও অঙ্গীকার করেন। নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ নাইস- বাংলা এন্ড চায়নিজ রেস্টুরেন্টে গতকাল বিকেলে আয়োজিত উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অলিউর রহমান অলি। নবীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু ও সাংগঠনিক সম্পাদক তৌহিদ চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলাউর রহমান ঠাকুর ও মুরাদ আহমদ, সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া সাংবাদিক এটিএম জাকির, মোঃ আঃ কাইয়ুম, সুলতান মাহমুদ, ছনি চৌধুরী, সেলিম উদ্দিন, মোফাজ্জল ইসলাম সজীব,নীরব তালুকদার, জুবায়ের আহমদ রাকিব,দিপু আহমদ, অঞ্জন রায় প্রমূখ। এছাড়াও স্মরণ সভায় মরহুম সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তার ছোট ভাই জাহেদুর রহমান ও শাহেদ আহমদ। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ সাইফুর রহমান। এতে হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ আব্দুল হাকিমের আশু রোগমুক্তির জন্য ও দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা