সংবাদদাতা:: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মুজিবুর রহমানের পুত্র এম আর রাইহানুর রহমানের ব্যবহৃত বাংলাদেশ পাসপোর্ট হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া পাসপোর্ট নাম্ভার BW 0187073। পাসপোর্টে নাম M R RAIHANUR RAHMAN।
গত বুধবার সৈদপুর হতে সিএনজি(অটোরিক্সা) যোগে ইনাতগঞ্জ আসার পথে প্যান্টের পেছনের পকেট থেকে পাসপোর্ট পড়ে যায়। কোন সুহৃদ ব্যক্তি যদি পাসপোর্টটি পেয়ে থাকেন নীচের মোবাইল নাম্বারে যোগযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন এম আর রাইহানুরের পিতা ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান।
মোবাইল নাম্ভার :: 01739405349।
Leave a Reply