নবীগঞ্জ সংবাদদাতা; নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে মেসার্স হাজী তসক উল্লা অটো রাইস মিলে আতব ডায়ার মেশিন সংযোজন করা হয়েছে। এর ফলে এই ডায়ার মেশিন দ্বারা ধান শুকানোসহ আতব প্রক্রিয়াজাত ও বিশুদ্ব করা যাবে। গতকাল সোমবার দুপুরে উক্ত মিলে ডায়ার মেশিনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,মিলের স্বত্ত্বাধিকারী আমিনুর রহমান, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন,ইনাতগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য সুহেল চৌধরীু, মাওলানা হাবিবুর রহমান,আবুল কাসেম,ব্যাবসায়ী জিয়াউর রহমান,আব্দুস সামাদ,খতিব মাওলানা মুজিবুর রহমান,মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।
উক্ত মিলের সত্ত্বাধিকারী আমিনুর রহমান জানান,আতব চাল বিশুদ্ধ করার জন্যই তিনি ডায়ার মেশিনটি নিয়ে এসেছেন।
এই মেশিনটি স্থাপনের পর চাল বিশুদ্ধ করার জন্য সরকারীভাবে মেডিসিন দেয়া হবে।
Leave a Reply