ডেস্ক রিপোর্ট:: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন শাখা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক আর নেই। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তিনি মঙ্গলবার (২৮আগষ্ট) রাত ৮টা ৫৫মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭০বছর। তিনি ৪ছেলে,৪মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরহুমের ছেলে ইনাতগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি লন্ডন প্রবাসী আনসার উদ্দিন জানান,তিনি বিগত কয়েক মাস ধরে জন্ডিসে আক্রান্ত হয়ে লিভার জনিত রোগে ভুগছিলেন। বুধবার সকাল ১০টায় পিরিজপুর জামে মসজিদ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে জেলা,উপজেলা,স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক গ্রামবাসীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পিরিজপুর গ্রামে ছুটে যান সবার প্রিয় আব্দুল মালিককে এক নজর দেখতে।
আওয়ামীলীগ সভাপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য এডভোকেট আবু জাহির,সাধারন সম্পাদক আব্দুল মজিদ খাঁন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মুশফিক হোসেন চৌধুরী,জেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট আবুল ফজল,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমঙ্গীর চৌধুরী,জেলা আওয়ামীলীগের সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল,
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ,উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ,এডভোকেট মুজিবুর রহমান কাজল,কাজী ওবায়দুল কাদের হেলাল,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,আওয়ামীলীগ নেত্রী ডা: নাজরা চৌধুরী,পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আহমদ, সাধারন সম্পাদক নির্মুলেন্দু দাশ রানা,নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু,
দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন রব্বানী,সাধারন সম্পাদক সুজাত চৌধুরী,
ইনাতগঞ্জ আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল খালিক,সাধারন সম্পাদক মুজিবুর রহমান,ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিংবডি সদস্য আওয়ামীলীগ নেতা তহির উদ্দিন,
ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য রাকিল হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুব ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান স্বপন,আওয়ামীলীগ নেতা এম এ মুমিন,ইনাতগঞ্জ আওয়ামীলীগের প্রচার সম্পাদক দিলদার হোসেন,যুবলীগের সভাপতি আশাহীদ আলী (আশা),সাধারন সম্পাদক জামাল আহমদ সুমন,কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর তালুকদার,ছাত্রলীগের সভাপতি আব্দুল আজাদ শাহজাহান প্রমূখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,আব্দুল মালিক ছিলেন জাতির জনক বঙ্গ শেখ মুজিবুর রহমানের আদর্শে একজন নিবেদিত প্রাণ। তাহার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ একজন যোগ্য নেতাকে হারালো। এ শুন্যস্থান পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।
Leave a Reply