ষ্টাফ রিপোটার:: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উপ স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল কর্মকর্তা নিয়োগে এমপি শাহনেওয়াজ মিলাদ গাজীর সাথে সাক্ষাৎ করেছেন ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সভাপতি আশাহীদ আলী আশা। জানাযায়,উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবৎ ডাক্তার না থাকায় এলাকার অসহায় হতদরিদ্র ও মধ্যবিত্ত মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত । মহামারি করোনা ভাইরাসের কারণে এমবি বিএস ডাক্তার না থাকায় বিপাককে পড়েছেন রোগীরা । বিশ্ব মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় স্থানীয় পল্লী চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত প্রাথমিক সেবা ও পরামর্শ দিয়ে অসহায় হতদরিদ্র ও মধ্যবিত্ত মানুষ কে সেবা দিয়ে যাচ্ছেন। রবিবার (২৩ নভেম্বর) এলাকার চিকিৎসা সেবা বঞ্চিত মানুষরে চিকিৎসা সেবা নিশ্চিত করতে ইনাতগঞ্জ ইউপি যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা নবীগঞ্জ বাহুবল আসনের সাংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী (এমপি)’র সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি আশ্বাস দেন অচিরেই শুন্য পদে ডাক্তার দিয়ে এলাকার মানুষজন সঠিক চিকিৎসা সেবা পাবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকনা্য মোস্তাক আহমেদ মীলু, পৌর আওয়ামীলীগ নেতা এটি এম রুবেল মিয়া, ইনাতগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি চন্দন রায় হারু সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, বাবর মিয়া প্রমুখ।
Leave a Reply