কানাইঘাট প্রতিনিধি ঃ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০১৯ উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুুপুর ১২টায় র্যালি পরবর্তী স্বাক্ষরতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। নির্বাহ কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খানের সভাপতিত্বে আলোচনা সভায় কানাইঘাটে চলমান অক্ষর জ্ঞানহীন নারী-পুরুষ কে স্বাক্ষরতার আওতায় আনার জন্য গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন, আ’লীগ নেতা রফিক আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন সহ আরো অনেকে।
Leave a Reply