শাহীন আহমদ, কানাইঘাট প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগ কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকেল ৩টায় পৌরসভাস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে উপজেলা আ’লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে জেলা যুবলীগের সদস্য আব্দুল হেকিম শামীমের পরিচালনায় গুরুত্বপূর্ণ মতামত তোলে ধরে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জালাল আহমদ, অলিউর রহমান, ফখর উদ্দিন শামীম, রিংকু চক্রবর্তী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপির সাবেক চেয়ারম্যান মুবশ্বির আলী চাচাই,
দিঘীরপাড় ইউপির সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুল মুমিন চৌধুরী, এডভোকেট ইয়াহিয়া, উপজেলা আ’লীগের সদস্য সুবেদার আফতাব উদ্দিন, নজির উদ্দিন প্রধান, শাহাব উদ্দিন, ছয়ফুল আলম, ইউপি আ’লীগের সভাপতিদের মধ্যে মামুন আহমদ, মাহবুব আহমদ, আব্দুল আজিজ, সেলিম আহমদ, ফখর উদ্দিন, হাজী মখদ্দুছ আলী, সাধারণ সম্পাদকদের মধ্যে আব্দুল বাছিত, জাকারিয়া আলম জামিল, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক এস,এম আম্বিয়া, উপজেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল হারিছ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আজমল হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, জহির উদ্দিন, সাবেক ছাত্রনেতা আসাদ উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি রোমান আহমদ নোমান, সহ সাধারণ সম্পাদক আফজল হোসেন মিজান, কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী পেতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী জানিয়েছেন।
Leave a Reply