কানাইঘাটে কমিউনিটি পুলিশিং উদযাপিত

কানাইঘাট প্রতিনিধি::“পুলিশের সঙ্গে কাজ করি-মাধক জঙ্গী সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কানাইঘাট থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৩টায় উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী থানা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং ডে র‌্যালিতে উপজেলা কমিউনিটি পুলিশের সদস্য বৃন্দ,থানা পুলিশ,জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ,ব্যাবসায়ী সহ,সূধীজন, সতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি পুলিশিং ডের বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম-এর সভাপতিত্বে ও এসআই ময়নুল হকের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশের আহবায়ক রাজনীতীবিদ সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান,কমিউনিটি পুলিশের উপজেলা কমিটির উপদেষ্ঠা অধ্যক্ষ সিরাজুল ইসলাম,যুগ্ন-আহবায়ক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকীর,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম,কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা কারী হারুন রশীদ।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন,বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ,দিঘীরপার ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল,বড় চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন,ঝিংগাবাড়ী ইউপির চেয়ারম্যান আব্বাস উদ্দিন,আওয়ামী লীগ নোতা শ্রী রিংকু চক্রবর্তী,কানাইঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
কমিউনিটি পুলিশের আলোচনা সভায় বক্তারা বলেন,সমাজ থেকে সব ধরনের অপরাধ মূলক কর্মকান্ড দমন,জঙ্গী কর্মকান্ড ও গুজব সহ ছোট খাটো ফৌজদারী অপরাধ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং প্রবর্তন করেন। এর মূল উদ্দ্যেশ্য হচ্ছে জনগণকে পুলিশের একেবারে কাছাকাছি নিয়ে এসে পুলিশ ও জনতার সমন্বয়ে তথ্যের আদান-প্রদান সহ সুন্দর সমাজ বির্ণিমানে আইন শৃঙ্খলার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করা। আলোচনা সভা শেষে আইন শৃঙ্খলার উন্নয়নে থানা পুলিশকে সহযোগিতা করা কমিউনিটি পুলিশের কয়েকজন সদস্যকে পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা