কানাইঘাটে করোনা মোকাবেলায় আলেমদের সাথে প্রশাসনের মতবিনিময়

কানাইঘাট প্রতিনিধি::শীতের শুরুতে করোনায় মৃত্যুর সংখ্যা সহ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য ধর্মীয় আলোকে জন সাধারনকে সচেতন করার জন্য কানাইঘাটে আলেম-উলামাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেল ৪টায় উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে কোভিড-১৯ করোনা থেকে মানুষকে সচেতন করতে সবাইকে মাক্স পরা সহ স্বাস্থ্য বিধি কঠোর ভাবে মেনে চলার গুরুত্ব তোলে ধরেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ অভিজিৎ শর্মা, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল হোসেন, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, দারুল উলূম মাদ্রাসার সহকারী শিক্ষক ক্বারী মাওলানা হারুনুর রশিদ চতুলী, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সাদিকুর রহমান, দারুল উলূম মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ নজির আহমদ, মাওলানা আসাদ আহমদ, হাফিজ শাহরিয়ার, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা সামছুল আলম প্রমুখ। উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি তাদের বক্তবে বলেন সারা বিশে^ করোনা মহামারী আবারো ছড়িয়ে পড়েছে। শীত মৌসুমে দেশে করোনার পার্দুভাব বেড়ে যাওয়ার আশংকা থাকায় সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য বিধি কঠোর ভাবে মেনে চলার জন্য বিভিন্ন বিধি নিষেধ জারী করা হয়েছে। কানাইঘাটে নতুন করে করোনার পার্দুভাব যাতে করে ছড়িয়ে না পড়তে পারে এ জন্য ধর্মীয় আলোকে সবাইকে সচেতন করার জন্য আলিম উলামাদের প্রতি তারা আহ্বান জানান। সেই সাথে করোনা থেকে রক্ষা পেতে ওয়াজ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে আগত সবাইকে মাক্স পরতে উৎসাহ দেওয়া সহ সামাজিক দ্রুরত্ব বজায় রাখতে আলেম-উলামাদের সহযোগিতা কামনা করা হয়। মতবিনিময় সভায় আগত আলেম উলামা ও শিক্ষার্থীরা করোনা থেকে জনসাধারনকে ধর্মীয় আলোকে সচেতন সহ সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলতে আলেম উলামারা সচেতন মূলক তৎপরতা চালাবেন বলে উপজেলা প্রশাসনকে তারা আশ^স্থ করেন। স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ শর্মা বলেন, গত এক সপ্তাহে কানাইঘাটে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রামক টেকাতে সবাইকে মাক্স ব্যবহার সহ স্বাস্খ্যবিধি মেনে চলার জন্য তিনি আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা