SAMSUNG CAMERA PICTURES

কানাইঘাটে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে পুষ্টি সপ্তাহের সমাপ্তি

কানাইঘাট প্রতিনিধি :: “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেট জেলার কানাইঘাট উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে গত ২৩-২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি কানাইঘাটের আয়োজনে এবং এফআইভিডিবি সূচনা প্রকল্পের সহায়তায় গতকাল সোমবার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ উচ্চ বিদ্যালয়ে পুষ্টিকর ফলমূল ও পুষ্টি সমৃদ্ধ খাবার বিষয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণীর মাধ্যমে সপ্তাহের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ। প্রধান শিক্ষক মোঃ নূর উদ্দিনের সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের গভর্ণেন্স অফিসার মোঃ আবু সাঈদের সঞ্চালনায় এবং স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কো-অর্ডিনেটর আবু বকর শিকদার, নিওট্রেশন অফিসার এ কে শামীম আহমদ, কাতার প্রবাসী রফিকুল হক, সহকারী শিক্ষক শাহেদ আহমদ, মনিটরিং অফিসার তানজিনা আক্তার প্রমুখ। এছাড়া সপ্তাহ ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে গত রোববার দিঘীরপার পূর্ব ইউনিয়নের সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে পুষ্টির গুরুত্ব, পরিস্কার পরিচ্ছন্নতা ও স্যানিটেশন বিষয়ে শ্রেণী কক্ষে পাঠদান করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্টানে প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জনাব আলী হোসেন কাজল এবং বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ আব্দুন নূর, মোঃ মুসলিম উদ্দীন, আব্দুল আহাদ প্রমুখ। উল্লেখ্য গত ২৩শে এপ্রিল এক র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদ জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন করেন। পুরো সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল মাতৃস্বাস্থ্য ও কিশোরী স্বাস্থ্য নিয়ে আলোচনা, এএনসি-পিএনসি সহ বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান, কৃষক সমাবেশ, কাউন্সিলিং, কমিউনিটি ক্লিনিক ও উপজেলা পর্যায়ে নিবিড় সেবাদান এবং পুষ্টিকর খাদ্য প্রদর্শণী ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা