কানাইঘাট প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়ার পর থেকে কানাইঘাট ইরাম ট্রেডিং এর সত্ত্বাধিকারী ব্যবসায়ী এনামুল হক অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে যাচ্ছেন। ইতিমধ্যে প্রায় ৫ শ’ পরিবারে তার ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। স্থানীয় প্রশাসন, সাংবাদিক সহ সূধীজনকে স্যানিটাইজার সামগ্রী দিয়েছেন। পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ী এনামুল হক। আজ শনিবার প্রথম রমজানে তিনি তার প্রতিষ্ঠানে কর্মীদের মাধ্যমে ১০০জন দরিদ্র মানুষের মধ্যে পেকেট করে ইফতার বিতরণ করেছেন। রমজান মাসের প্রতিদিন এভাবে ১০০জন করে পুরো উপজেলার দরিদ্র পরিবারে ইফতার পৌঁছে দেয়ার সিন্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী এনামুল হক।
রমজানের প্রথমদিনে ইরামট্রেডিং এর পক্ষ থেকে পৌরসভা ধনপুর, নয়াখলা, ধর্মপুর, শিবনগর, সদর ইউনিয়নের বীরদল, সোনাপুর গ্রাম সহ কানাইঘাট হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। তার এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই।
Leave a Reply