কানাইঘাট প্রতিনিধি::কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়নের একমাত্র বিদ্যাপিঠ মুলাগুল হারিছ চৌধুরী একাডেমী। এলাকার প্রায় ২৫/৩০টি গ্রামের মধ্যে আলোর প্রদীপ জ্বালাচ্ছে এ বিদ্যালয়টি। বর্তমানে প্রায় ১১শত শিক্ষার্থী ও ১৫জন শিক্ষক নিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়ের পাশের হার প্রায় শতভাগ, এমন সুনাম অক্ষুন্ন রয়েছে দীর্ঘদিন থেকে।
এলাকার কতিপয় স্বার্থান্বেশী মহল বিদ্যালয়ের ভূমি দীর্ঘদিন থেকে আত্মসাতের পায়তারা করে যাচ্ছে। এরই মধ্যে গত সোমবার রাতের আঁধারে বিদ্যালয় আঙ্গিনার প্রায় ২৫/৩০টি গাছ কেটে অনুমান ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফখর উদ্দিন চৌধুরী গতকাল মঙ্গলবার বাদী হয়ে কানাইঘাট থানায় অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে বিদ্যালয় ভবনের পূর্বপাশে রোপনকৃত আকাশী, বেলজিয়াম সহ বিভিন্ন প্রজতির মাঝারি ধরনের গাছগুলো কেটে দিয়েছে র্দুবৃত্তরা। উল্লেখ্য প্রায় ৪মাস পূর্বে দুর্বৃত্তদের ভয়ে শিক্ষার্থীরা রাত জেগে পাহারা দিয়ে বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ কাজে সহায়তা করে। কারন প্রাচীর নির্মাণের সময় দিনের বেলায় মিস্ত্রিরা কাজ করে যাওয়ার পর রাতের বেলা র্দুবৃত্তরা ভেঙ্গে ফেলে দিত।
সেই ভয়ে স্কুলের শিক্ষার্থীরা রাত জেগে পাহারা দিয়ে প্রাচীর নির্মাণ করেছিল। বর্তমানে আবারও দুর্বৃত্তরা বিদ্যালয়ের গাছ কেটে ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি করায় এলাকার সচেতন মহলের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
Leave a Reply