কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে ধান কাটা শ্রমিকদের লাঠি পেটায় মারা গেল মেছো বাঘ। জানা যায়, উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের হানিফ আলী মেম্বারের বাড়ির পাশে আতাউর রহমানের আমন ধান বুধবার সকাল অনুমান ৮টায় ধান কাটা শুরু করে একদল শ্রমিক। এসময় একটি মেছো বাঘ ধান কাটা শ্রমিকদের উপর ঝাপিয়ে পড়লে ধান কাটা শ্রমিকরা তাদের আত্মরক্ষার্থে বাঘটিকে ধরার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দেশীয় লাঠি সোটা দিয়ে বাঘটিকে আটকানোর চেষ্টা করা হয়।
এক পর্যায়ে ধান কাটা শ্রমিকদের লাঠি সোটার পিঠুনিতে বাঘটি ঘটনাস্থলে মারা যায় বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এছাড়াও মেছো বাঘের আক্রমণে কবির আহমদ নামে এক ধান কাটার শ্রমিক আহত হয়েছেন বলে জানা যায়।
এদিকে কানাইঘাট উপজেলা বিট কর্মকর্তা আবু সাঈদ জানান, তিনি অফিসিয়েল কাজে সিলেট সদরে রয়েছেন। ধান কাটা শ্রমিকদের হামলায় একটি মেছো বাঘ মারা যাওয়ার ঘটনাটি শুনেছি। তবে বিষয়টি সংশ্লিষ্ট ইউপি সদস্য ও চেয়ারম্যান স্থানীয় ভাবে সমাধান করবেন বলে তিনি জানান।
Leave a Reply