সংবাদদাতাঃ কানাইঘাটে সুরমা নদীতে তলিয়ে যাওয়া আব্দুর রহমান (২৮) নিখোজের ৩দিন পর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোর ৫টায় উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির নয়াগ্রাম এলাকায় সুরমা নদীতে আব্দুর রহমানের লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন স্বজনরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ভোর ৫টার দিকে সুরমা নদী দিয়ে গরু নিয়ে পারাপারের সময় লোহাজুরী গ্রামের আব্দুল করিমের পুত্র আব্দুর রহমান পানিতে তলিয়ে গিয়ে নিখোজ হন। নিখোজ হওয়ার পর তার কোন সন্ধান না পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল জীবিত অথবা মৃত অবস্থায় উদ্ধার করার জন্য দিনভর ঘটনাস্থল এলাকায় তল্লাশী চালিয়ে তার কোন সন্ধান পাওয়া যায়নি। এলাকাবাসী কানাইঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
কানাইঘাট থানার এস.আই স্বপন চন্দ্র সরকার জানান,মর্গে ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply