কানাইঘাট প্রতিনিধি:: সৌদি প্রবাসী মোঃ তাজিম উদ্দিনের গ্রামের বাড়ীতে চলছে শোকের মাতম। জানা যায়, তাজিম উদ্দিন গত ২০১৭ইং সালে ছুটি কাটিয়ে জীবিকা নির্বাহের জন্য পুণরায় সৌদিতে চলে যান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সৌদি পৌঁছার পরপরই শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন তাজিম উদ্দিন। দীর্ঘদিন জেদ্দা কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৫মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান।
উল্লেখ্য মোঃ তাজিম উদ্দিন লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মাদারপুর গ্রামের মৃত নজির উদ্দিনের পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি এক স্ত্রী, মা ও তিন ভাই, তিন বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মা সিদ্দিকা বেগম মৃত্যুর সংবাদ পেয়ে সন্তানের শোকে বার বার মুর্ছা যাচ্ছেন। তিনি সন্তানকে এক নজর দেখার জন্য আহাজারি করছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তার লাশ গ্রামের বাড়ীতে আনার প্রক্রিয়া চলছে।
Leave a Reply