কানাইঘাট প্রতিনিধি ঃ কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা পদোন্নতি পেয়ে সিলেটের মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়ীত্ব পাওয়ায় তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কানাইঘাট প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী। ক্লাব সভাপতি শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ও কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হান্নান। সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, কানাইঘাট পৌর আওয়ামীলীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, উপজেলা জাপা’র সভাপতি আলা উদ্দিন মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির। উপস্থিত ছিলেন কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড় চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাতবাঁক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নূর, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কানাইঘাট বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হেকিম শামীম, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ভজনলাল দাস, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল দাস, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক জুনেদ হাসান জিবান, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সদস্য কাওছার আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সদস্য আমিনুল ইসলাম, আলা উদ্দিন, শাহিন আহমদ, সুজন চন্দ অনুপ, জসিম উদ্দিন, মুমিন রশিদ, সংবাদকর্মী জয়নাল আজাদ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা ইউপি সদস্য সেলিম চৌধুরী, ইউপি সদস্য জাহাঙ্গীর শামীম কামরুল, এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী নির্বাহী কর্মকর্তা সংবর্ধিত অতিথি তানিয়া সুলতানা তার বক্তব্যে বলেন কানাইঘাটে দুই বছরের অধিক সময় দায়িত্ব পালন কালে প্রেসক্লাব নেতৃবৃন্দ, স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি সহ সবাই আমাকে সহযোগিতা করে ছিলেন। কানাইঘাটের মানুষ অত্যন্ত সহজ সরল উল্লেখ করে বলেন, এজনপদের মানুষের সাথে আমার নাড়ির সম্পর্ক তৈরী হয়েছিল, যাহা আমি কখনো ভুলতে পারব না। প্রতিটি ভাল কাজে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতার ভুয়সী প্রশংসা করেন তিনি। দায়িত্ব পালন কালে কাহারো প্রতি কোন কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দেখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। উপস্থিত সুধীজন তাদের বক্তব্যে বলেন, বিদায়ী কর্মকর্তা তানিয়া সুলতানা একজন চৌকস সরকারী অফিসার ছিলেন। কোন ধরনের দূর্নীতি তাকে স্পর্শ করেনি। কাউকে তিনি আশ্রয়-প্রশ্রয় দেননি। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সরকারের সমস্ত উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন করে ছিলেন। পাশাপাশি উপজেলা পরিষদের সৌন্দর্য বর্ধন এবং নিজের কর্র্মতৎপরতার মাধ্যমে শিশুদের বিনোদনের জন্য চাঁদের হাট নামে একটি শিশুপার্ক নির্মান ও ঝরাজীর্ণ গণগন্থাগার স্বচল সহ অসংখ্য ভাল কাজ করে ছিলেন। কানাইঘাটের মানুষ তাকে সব সময় স্মরন রাখবে। অনুষ্ঠান শেষে পদোন্নতী প্রাপ্ত বিদায়ী নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা কে কানাইঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তোলে দেন ক্লাব নেতৃবৃন্দ।
Leave a Reply