কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট থানা পুলিশের হাতে বিদেশী সিগারেটসহ গ্রেফতারকৃত এক আসামীকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, গত বুধবার বেলা ২টার দিকে রায়গড় পল্লীবিদুৎ অফিসের সামনে থেকে ৬০ হাজার শলা বিদেশী সিগারেটসহ লক্ষিপ্রসাদ পশ্চিম ইউপির সিঙ্গারীপাড় গ্রামের আবুল হাসিমের পুত্র নুর আহমদকে গ্রেফতার করেন থানার এসআই স্বপন সরকার সহ একদল পুলিশ।
এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এসআই স্বপন সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন, মামলা নং ০১ তাং ০৭/১১/১৮ ইং।
Leave a Reply