কানাইঘাট (সিলেট) প্রতিনিধি::সিলেটের কানাইঘাটে মসজিদ পুড়ে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বুধবারী বাজার মসজিদটি পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের ত্রুটির কারনে বৈদ্যুতিক লাইন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত দেড়টার দিকে হঠাৎ করে বুধবারী বাজার মসজিদে আগুন ছড়িয়ে পড়ে। তীব্র আগুনে মসজিদের পাকা দেওয়াল বিধ্বস্ত হয়ে গেছে, এ ছাড়াও ১১ টি ফ্যান, মাইক, কার্পেট, একটি সৌর প্যানেল ও ধর্মীয় বই-পুস্তক সহ সম্পূর্ণ টিন পুড়ে গিয়েছে। বর্তমানে সেখানকার মুসল্লিরা নামাজ আদায় করতে পারছেন বলে বাজারের অনেকে জানিয়েছেন। এ ঘটনার একদিন পর কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের লাইনম্যানরা দূর্ঘটনাস্থলে যান।
Leave a Reply