কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাটে মাটির দেয়াল চাপা পড়ে সাহিদা বেগম (৫২) নামের এক বয়স্ক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায়, মঙ্গলবার সকাল অনুমান ১১ টার দিকে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কালিজুরি গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিজুরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুছব্বিরের স্ত্রী নিজ বসত ঘরের পাশে গর্ত খোড়তে শুরু করেন। এসময় ঘরের মাটির দেয়াল ভেঙ্গে তার উপর চাপা দিলে সাহিদা বেগম গুরুত্বর আহত হন। সাথে সাথে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন, কানাইঘাট থানার এস.আই পান্না লাল দে। তিনি জানান, বর্তমানে সাহিদা বেগমের লাশ থানা হেফাজতে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
Leave a Reply