কানাইঘাট প্রতিনিধি :: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শোক র্যালী ও আলোচনা সভা করেছে কানাইঘাট উপজেলা প্রশাসন। গতকাল সকাল ১০টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্ত্বরে এক শোক র্যালী করা হয়।
পরবর্তীতে উপজেলা হল রুমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন মাহবুব, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply