কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট পৌরসভার কেন্দ্রস্থলে সোনার বাংলা একাডেমী নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ১১টায় একাডেমী ভবনে ফিতা কেটে এর উদ্বোধন করেন কানাইঘাট সরকারী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বী মাষ্টার মোরাকিব আলী, আবু শহীদ, কানাইঘাট সরকারী কলেজের দাতা সদস্য মস্তফা কামাল, কানাইঘাট পৌরসভার কাউন্সিলর বিলাল আহমদ, আবিদুর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক মুমিন রশিদ, তরুণ সমাজ সেবক কামরুজ্জামান প্রমূখ।
উল্লেখ্য এ শিক্ষা প্রতিষ্ঠানটি কানাইঘাট সরকারী কলেজের পাশে ধর্মপুর গ্রামে অবস্থিত।
জানা যায়, বর্তমানে শিশু ওয়ান থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। আগামী পহেলা জানুয়ারী থেকে আনুষ্ঠানিক ভাবে ক্লাশ শুরু হবে।
Leave a Reply